Tuesday, January 24

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ফখর চৌধুরী আর নেই

কমিউনিটি নেতা ,কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আহবায়ক ফখর চৌধুরী সোমবার সকাল ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি... ... ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ফখর চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে আত্মীয়স্বজন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন সদালাপী, হাস্যজ্জ¦ল লোক ছিলেন ফখর চৌধুরী। পোস্টমর্টেমের জন্য বর্তমানে তার মরদেহ পপলার মরচুয়ারিতে রয়েছে। আগামী বুধ অথবা বৃহস্পতিবার পরিবারের কাছে লাশ হস্তান্তরের কথা রয়েছে।সে অনুযায়ী লন্ডনে তার প্রথম নামাজে জানাজা শেষে বৃহস্পতি অথবা শুক্রবার তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। কানাইঘাটে তার নিজগ্রাম ব্রাক্ষ্মনগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের প থেকে জানানো হয়েছে। ফখর চৌধুরী ১৯৮৪ সালে সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাড়াও মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮২ সালে কানাইঘাট প্রগতিশীল ছাত্রপরিষদেরও সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি যুক্তরাজ্য বসবাসরত কানাইঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন একজন সৈনিক হিসেবে তিনি কাজ করে গেছেন। এছাড়াও তিনি লন্ডন লেবার পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন।তিনি ১৯৮৭ সাল থেকে লন্ডনে স্ত্রী,সন্তান-সন্ততি নিয়ে স্থায়ীভাবে বসবাস করছিলেন। আওয়ামী লীগ নেতা ফখর চৌধুরীর গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ব্রাক্ষ্মণগ্রামে। এদিকে ফখর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন ফখর চৌধুরীর মৃত্যুতে কানাইঘাটবাসী হারালো একজন অভিভাবককে। তার স্থান পূরণ হবার নয়। আমাদের এ তি অপূরণীয়। ফখর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,সহ সভাপতি হরমুজ আলি, সাবেক ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন লালা, ডা. ফয়জুল ইসলাম, সাবেক কাউন্সিলার শাহাবুদ্দিন আহমদ বেলাল। কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পে যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, খসরুজ্জামান খসরু, ইকবাল হোসাইন, প্রফেসর এম এ মালেক, আনিসুর রহমান ছাড়াও ফয়েজ আহমদ বুলবুল, শামীম আহমদ, মাহতাব উদ্দিন, এনাম উদ্দিন আহমদ চৌধুরী , বাবরুল হোসেন বাবুল, জালাল উদ্দিন, সারওয়ার কবির, আবুল ফয়েজ, মাসুম আহমেদ, রানা ইমাদ, শাহীন আহমেদ, সুহেল আহমদ, তোফায়েল আহমদ সহ অনেকে। এদিকে কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার প থেকেও মরহুমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

3 comments:

  1. রহিম,গাছবাড়ীJanuary 24, 2012 at 6:51 PM

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ReplyDelete
  2. নোমান হোসেন,লন্ডন থেকেJanuary 24, 2012 at 8:14 PM

    একজন ভাল মানুষ ছিলেন

    ReplyDelete
  3. Innalillahi o innaelaihi rajeun! akjon bhalo luk chilen fokhor bhai...May Allah grant him in jannah!! Mukit Dubai/ gasbari, kanaighat.

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়