Thursday, January 12

কানাইঘাট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজাম উদ্দিন:

কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আজ বিকেল ৩টায় কানাইঘাট থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেনের সভাপতিত্বে এবং এস.আই হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, ৬নং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও চেয়ারম্যান রফিক আহমদ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ সমস্যার কথা পুলিশ সুপার বরাবরে তুলে ধরেন। প্রধান অতিথি পুলিশ সুপার সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে বলেন, মিথ্যা মামলা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। পুলিশকে সঠিক তথ্য ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। এ লক্ষে পুলিশ-জনতার সম্মিলিত প্রয়াসই একটি জনপদকে অপরাধ মুক্ত করতে পারে। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনাদের পদ মর্যাদা বৃদ্ধি করেছেন। আপনাদের কর্মদক্ষতা এবং বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এ পদমর্যাদাকে ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে আগামী দুই মাসের মধ্যে কানাইঘাটে নতুন পুলিশিং কমিটি গঠন করা হবে। এদিকে নবাগত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, তিনি কানাইঘাট থানায় যোগদানের ১৪দিনের মধ্যে ১২জন দুর্ধর্ষ ডাকাতসহ বিভিন্ন মামলার ৭৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়