Thursday, January 12

রাস্তা সংস্কারের দাবীতে জৈন্তাপুর ও কানাইঘাটে ১৮ জানুয়ারী সকাল-সন্ধ্যা হরতাল

দরবস্ত-চতুল-কানাইঘাট রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকে আগামী ১৮ জানুয়ারী বুধবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান ও সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এ লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও মত বিনিময় অব্যাহত রয়েছে। জৈন্তাপুর, কানাইঘাট, দরবস্ত, চতুল বাজারসহ বিভিন্নস্থানে গণসংযোগ ও মতবিনিময় কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ তিন মাস থেকে রাস্তা সংস্কারের জন্য সংগ্রাম পরিষদের মাধ্যমে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হলে কর্তৃপক্ষের টনক নড়েনি। লোক দেখানোর জন্য যে কাজ শুরু করা হয়েছে তা দিয়ে জনগণকে বিভ্রান্ত বা আন্দোলন থেকে পিছপা করা যাবে না। গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহবায়ক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হামিদুল হক, সদস্য সচিব মাওলানা আবুল হোসাইন চতুলী, সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ, যুগ্ম সদস্য সচিব মুফতি এহছান উল্লাহ, মাওলানা নুরুল ইসলাম নোমানী, মাওলানা রেজাউল করিম রেজা, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাসুদ আজহার প্রমুখ। এদিকে, হরতালের প্রতি একাত্মতা পোষণ করে হরতাল সফল করার জন্য আহবান জানিয়েছেন দরবস্ত সমাজকল্যাণ পরিষদ, প্রজন্ম প্রত্যাশা-চতুল, চতুলবাজার ব্যবসায়ী সমিতি, দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতি, চতুল সমাজকল্যাণ ট্রাস্ট ও আল খয়ের ফাউন্ডেশন, চতুল এর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়