Wednesday, January 11

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কানাইঘাটে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপল্ক্ষে গত বুধবার কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহনে উপজেলা সদরে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা চত্ত্বরে এসে মিলিত হয়। র‌্যালী পরবর্তী উপজেলা মিলানায়তন হলে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেনের সভাপতি্ত্বে এবং সহকারী শিক্ষা অফিসার আব্দুল বাছিতের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক