Wednesday, January 4

কানাইঘাটে ব্যবসায়ীর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের জালাল উদ্দিনের পুত্র ব্যবসায়ী মুমিন রশিদ গত রোববার(১ জানুয়ারী) রাত অনুমান ১১টায় তার নিজস্ব দামী হিরো মোটর সাইকেলটি বাড়ির নিকটস্থ নিজ চাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে রেখে কানাইঘাট বাজারে পেট্রোল কিনতে যান। প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এসে মোটর সাইকেলটি না পেয়ে অনেক খোঁজাখুজি করেন মুমিন রশিদ। পরে পার্শ্ববর্তী ক্ষেতের মাঠে সম্পূর্ণ ভষ্মিভূত অবস্থায় মোটর সাইকেলটি দেখতে পান তিনি। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক মুমিন রশিদ থানায় অভিযোগ দায়ের করলে গতকাল মঙ্গলবার এসআই এনাম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মুমিন রশিদ জানান, প্রতিহিংসা পরায়ণ হয়ে স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন পরিকল্পিতভাবে এলাকার দু®কৃতিকারীদের নিয়ে তার মোটর সাইকেলটি পুড়িয়ে দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়