কানাইঘাটে পর পর ৩টি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ায় জনমনে আতংক বিরাজ করলে জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে কানাইঘাট থানা পুলিশ উপজেলা জুড়ে চোর, ডাকাত এফআইআর ওয়ারেন্টভুক্ত আসামীসহ অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু করেছে। গত ২ দিনে থানার নবাগত ওসি রফিকুল হোসাইন ও ওসি (তদন্ত) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম রাতভর অভিযান চালিয়ে ৩দিনে ডাকাতি ঘটনার সাথে জড়িত সহ বিভিন্ন মামলার ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার ফতেগঞ্জ গ্রামের মৃত মুজম্মিল আলীর পুত্র নুর আহমদ (২৪) নারাইণপুর গ্রামের মুর্শেদ আলীর পুত্র আশিক উদ্দিন, ময়না গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র সালিক (২২), গাজীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র বদরুজ্জামান, সিহাবুজ্জামান, নুরুজ্জামান, মাঝতালুক গ্রামের আনোয়ার হোসেনের পুত্র নুরুল ইসলাম, সর্দারীপাড়া গ্রামের ফজলু হকের পুত্র আলম (২৪), শাহজাহান (২৬), মহিষপুর গ্রামের ইয়াসিন আলী’র পুত্র আফতাব আলী (৪২) ডালাইচর গ্রামের বাবুল আহমদ (৪৫), ৬নং সদর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র দেলোওয়ার হোসেন (৪০) ও লখাইগ্রামের আনিসুল হকের পুত্র হারিস উদ্দিন (২৩) ও রাজপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র আলিম উদ্দিন (৪০)।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়