কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলা প্রত্যাহারের দাবীতে এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলী’র বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গতকাল বুধবার বাদ মাগরিব কানাইঘাট বাজারে বিােভ মিছিল পরবর্তী দণি বাজারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শো-ডাউন করেছে যুবদলের শত শত নেতাকর্মীরা। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ জনীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, শায়িক আহমদ, ওলিউর রহমান, কাওছার আহমদ বাঙ্গালী, নিজাম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম, বিলাল, আজির, ডালিম আহমদ। থানা ও পৌর যুবদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- কাওছার, ওয়াসিম, আফতাব, ছয়ফুল আলম, মিনহাজ, সেলিম, জাফর, কুদরত, বশির, রুবেল, রহমত আলী, রফিক, নুরুল আমিন, এখলাছ, রুবেল, জামাল, জহির, মারুফ, জুবেল, রহিম, দেলোওয়ার, ফয়সল, আনোয়ার, শামীম, মানিক, জয়নাল, ফয়েজ, রইছ, জাহাঙ্গীর, আজির, শরীফ, আবুল, রুবেল, নুর, আব্দুন নুর, জাহাঙ্গীর, হেলাল, জামিল, কামিল, বদরুল, নজরুল, সুলতান, মিনহাজ, বুরহান, নুরুল ইসলাম, আসাক, আলা উদ্দিন, শামীম, আবুল, হাসনাত, শহীদ, সাব্বির, কিবরীয়া, মিনহাজ, এনাম, ফরিদ, রাসেল, বুলবুল, বাবুল, মারুফ, মন্নান, আশিক, কামরুল, আবুল, লতিফ, আব্দুল হামিদ, মানিক, মতাই, ইসলাম, আজির, গিয়াস, জাকারিয়া, রিয়াজ, রায়হান, দুদু মিয়া, মোহাম্মদ, সালাম, গফুর, সেবুল দাস, বিজয় দাস, রঞ্জু দাস, রহিম, দলাই, আমিন প্রমুখ।
কানাইঘাটে যুবদলের শো-ডাউন
নিজাম উদ্দিনঃ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়