কানাইঘাট থানা পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট পৌরসভা বাইয়মপুর গ্রামে এক অভিযান চালিয়ে ৭ জোয়াড়ীকে নগদ ২হাজার টাকা, তাশ খেলার সরঞ্জামসহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই.এনাম আহমেদ ও এস.আই.শফিক খান এক অভিযান চালিয়ে বায়মপুর গ্রামের আলী আহমদের বাড়িতে নগদ টাকা দিয়ে জোয়া খেলার সময় ৭জোয়াড়ীকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা জোয়াড়ীরা হলো- বাইয়মপুর গ্রামের মৃত আব্দুর রকিবের পুত্র কামাল উদ্দিন (২৫) ফারুক আহমদের পুত্র বাবুল আহমদ (২২), মঈন উদ্দিনের পুত্র কালাম (২১) মৃত নুরুল হকের পুত্র আলী আহমদ (৩৬), মৃত বশির আহমদের পুত্র হানিফ আলী (২৫), মৃত মতছির আলীর পুত্র নুর আহমদ (৩৮) মৃত হাজী এবাদুর রহমানের পুত্র সামসুর রহমান (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এস.আই শফিক খান সংঘবদ্ধ হয়ে জোয়া খেলার অপরাধে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়