Friday, December 9

কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন












আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বিকেল ৪ টায় কানাইঘাট বাজারে দূর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী, র‌্যালী পরবর্তী কানাইঘাট ডাক বাংলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচী ও র‌্যালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন করে সকল প্রকার দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ হোসেইন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও ৪নং সাঁতবাক ইউপি’র চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দীন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বীরদল এ.এম.একাডেমীর সহকারী প্রধান শিক্ষক কলামিষ্ট মো: মহি উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, সদস্য সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট মামুন রশিদ, সদস্য সাংবাদিক মাহবুবুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কাউন্সিলার মোস্তাক আহমদ, যুবনেতা ইসলাম উদ্দিন, সমাজকর্মী রুবেল আহমদ, করিম আহমদ, রফিক আহমদ, ফটোগ্রাফার সুজন চন্দ অনুপ প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ দেশ গঠন করতে হলে সবার আগে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে দূর্নীতি ও অনিয়ম হচ্ছে তার বিরুদ্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি দূর্নীতি দমন কমিশনকে দূর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার পালনের লক্ষে সরকার সকল ক্ষমতা প্রদান করলে বাংলাদেশে দূর্নীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়