Friday, December 9

সরকারী কর্মসূচী বাস্তবায়নে জনসাধারণকে সম্পৃক্ত করতে সরকার যুগান্তকারী পদপে গ্রহণ করেছে

সরকারী কর্মসূচী বাস্তবায়নে জনসাধারণকে
সম্পৃক্ত করতে সরকার যুগান্তকারী পদপে গ্রহণ করেছে
------মিজানুর রহমান
নিজাম উদ্দিনঃ


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান বলেছেন, সরকারের সকল উন্নয়মূলক কর্মকান্ডে জনসাধারণকে সম্পৃক্ত করার জন্য বর্তমান সরকার নানা যুগান্তকারী পদপে গ্রহন করেছে। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা করার জন্য প্রতিটি এলাকায় রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ের উপর গুরুত্বারূপ করে বলেন, এলাকার উন্নয়নে দলমতের উর্ধ্বে উঠে রাজনৈতিক ও মানসিক সমন্বয়ের মাধ্যমে প্রকৃত উন্নয়ন কর্মকান্ড সাধন করা সম্ভব। তিনি আরো বলেন, জনগণের কল্যাণে নেওয়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবা জবাবদিহিতার মাধ্যমে স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করা হলে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে। মিজানুর রহমান বৃহস্পতিবার বেলা ১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে সরকারী কর্মসূচী বাস্তবায়নে জন সম্পৃক্ততা বিষয়ক উদ্ধুব্দ করণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহারাব হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খান, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সিদ্দিকী দুদু মিয়া, আ’লীগ নেতা রফিক আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম তাজুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের সেক্রেটারী এখলাছুর রহমান, মৌলানা আব্দুল মান্নান প্রমুখ। প্রধান অতিথি কানাইঘাটকে একটি প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য এবং শান্তির জনপদ উল্লেখ করে বলেন, কানাইঘাটের উন্নয়ন কর্মকান্ড ব্যহত হয় এমন আত্মঘাতী কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়