সারাদেশে পরিকল্পিতভাবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আন্দোলনের নামে যে নৈরাজ্যের সৃষ্টি করছে তার প্রতিবাদে কানাইঘাট উপজেলা ছাত্রলীগ মিছিল-সমাবেশ করেছে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ আব্দুলাহ, আবু সাদেক, মহিতোষ, রোমান আহমদ, আখতার হোসেন, মারুফ আহমদ ও দেলোওয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও সরকারের সাফল্যে ইর্শ্বাণিত হয়ে পরিকল্পিতভাবে বোমাবাজি, হত্যা, জ্বালাও-পুড়াও ও ধর্ষণের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিরোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়