Monday, December 26

রূপালী ব্যাংক কানাইঘাট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

আজ সোমবার কানাইঘাটে রূপালী ব্যাংক লিমিটেডের ৪৯৯তম শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিকেল ৫টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ৬নং ইউপি চেয়ারম্যান অধক্ষ্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নাজমুল ইসলাম হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডঃ আহমদ আল কবির। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালক কাজী মুর্শেদ কামাল, উপ ব্যবস্থাপনা পরিচালক একেএম আশরাফ উদ্দিন খান, কানাডা আ’লীগের সভাপতি সারওয়ার হোসেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহাদ, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি লুৎফুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাকিম হায়দার, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়