Thursday, November 10

যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে সাংবাদিক দেলোওয়ার হোসেন সেলিমকে সংবর্ধনা

কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক দেলোওয়ার হোসেন সেলিমের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে গত মঙ্গলবার বিকাল ৩টায় কানাইঘাট ৮নং ঝিংঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক নাগরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮নং ঝিংঙ্গাবাড়ি ইউপি’র চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য লোকজনদের উপস্থিতিতে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভি.পি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও সেখানখার বিভিন্ন বাংলা টিভির সঞ্চালক খছরুজ্জামান খছরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.হান্নান, সংবর্ধিত বিদায়ী অতিথি সাংবাদিক দেলোওয়ার হোসেন সেলিম, বিশিষ্ট সমাজসেবক মাষ্টার আব্দুল মতিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, মাসিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মাহবুবুর রশিদ, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ইউপি সদস্য আব্দুর রহমান, ডাক্তার ওলিউর রহমান নাসিম, কানাইঘাট থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম। বক্তব্য রাখেন, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি খছরুজ্জামান খছরু ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক দেলোওয়ার হোসেন সেলিমের ভূয়সী প্রশংসা করে তাঁর মোফস্বল সাংবাদিকতার বর্ণাঢ্য কর্ম তৎপরতার চিত্র তুলেধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মহান সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনকালে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সকলপ্রকার ভয়ভীতি উর্ধ্বে উঠে কানাইঘাটের সার্বিক সমস্যা, সম্ভাবনার কথা পত্রিকার পাতায় তুলে ধরার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছিলেন। মুক্ত গণমাধ্যমের দেশ যুক্তরাজ্যে অবস্থানকালে সাংবাদিক দেলোওয়ার হোসেন সেলিম তার লেখনীয় অব্যাহত রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভার শুরুতে বিদায়ী সংবর্ধিত দেলোওয়ার হোসেন সেলিমকে কানাইঘাট প্রেসক্লাব ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা তার শুভ কামনায় ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়