Monday, November 21

কানাইঘাট খছরুজ্জামান ট্রাষ্টের বার্ষিক ২০১১ এর মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় বীরদল এন.এম.একাডেমী হাইস্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক কলামিষ্ট মো: মহি উদ্দিনের পরিচালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর সভার মেয়র ও উপজেলা আ'লীগের সভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খছরুজ্জামান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও এম.সি.বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.পি খছরুজ্জামানা খছরু, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ফজলুর রহমান, আ'লীগ নেতা বিলাল আহমদ, বড়দেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, সমাজসেবী মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, খছরুজ্জামান খছরুর সহধর্মীনি যুক্তরাজ্য মহিলা আ'লীগ নেত্রী রাবেয়া জামান জোসনা। স্বাগত বক্তব্য রাখেন এন.এ.এম একাডেমীর প্রধান শিক্ষক জারউল্লাহ, এন.এম.একাডেমীর সদস্য ডাক্তার ইমদাদ উদ্দিন, তৌহিদুর রহমান, আলাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন, নতুন কুঁড়ি সাংস্কৃতিক গোষ্ঠির কন্ঠশিল্পী জাকারিয়া আহমদ শিশির, এন.এম.একাডেমীর ক্ষুদে শিল্পী উম্মে হানী, যুক্তরাজ্য প্রবাসী খছরুজ্জামানের স্ত্রী রাবেয়া জামান ও নিজের লেখা কবিতা আবৃতি করেন তার মেয়ে সন্ধী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য লোকজনদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে ষ্ট্রাষ্টের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন ও এককালীন বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বৃত্তি প্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগীতার দায়িত্বে ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্র সাহার আলম, আশফাকুজ্জামান, এ.এই্চ.শাকিল, ফারভেজ ও তারেক আহমেদ। ষ্ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি খছরুজ্জামান খছরু এলাকার দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ষ্ট্রাষ্টের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে সমাজ হিতৈশী সকলকে কানাইঘাটের সামগ্রিক শিক্ষার প্রসার-প্রচার ও সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়