Monday, November 21

কানাইঘাটের বড়দেশ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড \ ৫টি দোকান পুড়ে ছাই

নিজাম উদ্দিন:
কানাইঘাটের বড়দেশ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা। আগুন নেভাতে গিয়ে কলেজ ছাত্রসহ দু’জন আহত হয়েছেন। উপজেলায় ফায়ার সার্ভিসের কোন ইউনিট না থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বড়দেশ বাজারের লোকজন দোকান বন্ধ করে বাড়ী ঘরে চলে যান। এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে ছাই হয় শাহজালাল ফার্মেসী, মারুয়া ভেরাইটিজ স্টোর, মারহাবা ভেরাইটিজ স্টোর, শফিকুল ইসলামের চায়ের দোকান এবং মোস্তাক মিয়ার ফার্ণিচারের দোকান। আগুনের প্রচন্ড লেলিহান শিখা ছড়িয়ে পড়লে লোকজনের মাঝে আতংক দেখা দেয়। পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম থেকে মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। লোকজন দুটি আধা পাকা দোকান ভেঙ্গে কিছু মালামাল রক্ষা করতে সক্ষম হন। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের হাত থেকে দোকানের মালামাল রক্ষা করতে গিয়ে আহত হন ব্যবসায়ী ইসলাম উদ্দিন (৩০) ও কলেজ ছাত্র আকতার হোসেন (১৯)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এদিকে রাত ১২টায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া দোকান ঘরগুলো তখনও জ্বলছিল। ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার পরপরই তারা সিলেট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করেন। ২ ঘন্টা পার হলেও ফায়ার ব্রিগেডের গাড়ী যায়নি। কানাইঘাট উপজেলা সদরে একটি ফায়ার সার্ভিসের স্টেশন থাকলে এ ক্ষতি থেকে তারা রেহাই পেতেন বলে মন্তব্য করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ বাণী গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ এবং বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন। তারা ক্ষতিগ্রস্ত লোকজনকে শান্তনা দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়