কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম সোহারাব হোসেইন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানি দাস। পৌর মেয়র লুৎফুর রহমান, থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খানসহ সরকারী কর্মকর্তা ও ৯টি ইউনিয়নের সকল চেয়ারম্যান আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য কানাইঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের একযুগে কাজ করার জন্য নির্বাহী কর্মকর্তা সোহারাব হোসেইন সকলের প্রতি আহ্বান জানান। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ কমিউনিটি পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী এবং তাদের এলাকার মাদক দ্রব্যের অপব্যবহার রোধ এবং হাওর এলাকায় শীত মৌসুমে অশ্লীল যাত্রাগ্রান ও জোয়ার আসর বন্ধে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে বিকেল ২টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে সরকারী কর্মকর্তাদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের পালনের আহ্বান জানিয়ে বলেন সকলের আন্তরিক প্রচেষ্টায় কানাইঘাটের সামগ্রিক উন্নয়ন এগিয়ে নিতে হবে। সরকারী কর্মকর্তা ৯টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দের উপস্থিতিতে নবাগত নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে কানাইঘাটে সরকারী দায়িত্ব পালনে তাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।
কানাইঘাট উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়