Thursday, October 27

কানাইঘাটে ডাকাত সন্দেহে একজন গ্রেফতার

সিলেটের ত্রাস কুখ্যাত এনাম ডাকাত (৪০) কে কানাইঘাট থানা পুলিশ সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্ত্বর এলাকা থেকে এক অভিযান চালিয়ে গত মঙ্গলবার গ্রেফতার করতে সম হয়েছে। কানাইঘাট ও সিলেটের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্টও রয়েছে। একাধিক ডাকাতি মামলার এ পলাতক আসামী কুখ্যাত এনাম ডাকাতকে গ্রেফতার করার জন্য দীর্ঘদিন ধরে সিলেটের পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে গত মঙ্গলবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার এস.আই.এনাম উদ্দিন ও এস.আই.হাবিবুর রহমান এক অভিযান চালিয়ে শহরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে এনাম ডাকাতকে গ্রেফতার করতে সম হন। গ্রেফতারকৃত ডাকাত এনামের বাড়ি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের বড়চতুল গ্রামের তার পিতার নাম মৃত আব্দুস সামাদ। এনাম ডাকাত গত বছর কানাইঘাট - দরবস্ত রাস্তার হকারাই ফ্রেস কোম্পানীর পণ্যবাহী গাড়ি রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতি ঘটনার নেতৃত্ব দেয়। সে পূর্বে একবার অস্ত্রসহ সিলেট শহরের তায়েফ হোটেল থেকে গ্রেফতার হয়েছিল। তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়