সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন আল মামুনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কানাইঘাট উপজেলার যুবলীগের উদ্যোগে বুধবার কানাইঘাট দক্ষিণ বাজার অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শফিউল আলম শামিমের সভাপতিত্বে ও তাজ উদ্দিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন রফিক আহমদ, শহীদ আহমদ, শামিম, শাহিন ও শাহেদ প্রমুখ।
বৃত্তি প্রদান কানাইঘাট নয়াগ্রাম সমাজকল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকরা হয়।সমিতির সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবদুল খালিকের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, নিজাম উদ্দিন, কাওছার আহমদ, নবনির্বাচিত ইউপি সদস্য এবাদুর রহমান, হারুন রশিদ ও রফিক আহমদ প্রমুখ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়