Tuesday, October 25

কানাইঘাট জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

উপজেলা দিবস পালন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা গত রবিবার বিকেল ৪টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বাবুল আহমদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়রসহ সভাপতি গোলাম মোস্তফা কনাই, পৌর জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল মালিক, জাতীয় পার্টি নেতা আতাউর রহমান, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান (লালপীর), কামরুজ্জামান কাজল, ঈমাম উদ্দিন, আব্দুর রব, আব্দুর রৌফ, হারুন আহমদ, মোহাম্মদ আলী, আবিদুর রহমান, মহিলা পার্টি নেত্রী রাবিয়া বেগম, ইউপি সদস্য শাহানা বেগম, উপজেলা যুব সমিতির আহ্বায়ক আলমাস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, ওলিউর রহমান, মিছবাহ উদ্দিন, ছাত্র সমাজের আহ্বায়ক নুরুজ্জামান ময়ূর, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ, শাহাব উদ্দিন, সাজু আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, পল্লী বন্ধু সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ, গ্রাম বাংলার মানুষের উন্নয়নের জন্য উপজেলা পরিষদ ব্যবস্থা চালু করেছিলেন। বর্তমানে উপজেলা ব্যবস্থা প্রব্যর্তন করা হলেও তা নানা কারনে কার্যকর করা হচ্ছে না বিধায় তৃণমূল পর্যায়ে উন্নয়মূলক কর্মকান্ড মুখ তুবড়ে পড়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়