বর্ষপুর্তী ওবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদের সপ্তম বর্ষপূতী ও বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তন হলে সম্পন্ন হয়েছে। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডি.আই.জি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আছাদ আহমদ ও নজরুল ইসলাম সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মোঃ আতিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম সোহরাব হোসেইন, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, উপজেলা আ'লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পক্টর ইশরাক ইব্নে ইসমাইল, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মঈনুল হক, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, জকিগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ লুৎফুর রহমান, পৌর আ'লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ওয়েল ফেয়ার এস্যেসিয়েশনের সদস্য সচিব শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক রশিদ আহমদ, কানাইঘাট সরকারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জাকিয়া ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমেদ, সভায় উদ্ভুধনী বক্তব্য রাখেন কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লোকমান আহমদ। সভায় পবিত্র কোর-আন থেকে তেলায়াত করে হাফিজ মাওঃ ওলিউল্লাহ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি ডিআইজি মকবুল হোসেন। পরে বিকেল ৩টায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন, বিশিষ্ট বাউল শিল্পি দেওয়ান কালা মিয়া, সিলেটের উদীয়মান শিল্পি সুনিয়া, পলিনা রহমান, জাকির হাসান
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়