Friday, October 21

৭৭২ বোতল ফেনসিডলসহ ২ ব্যক্তি আটক

কানাইঘাটে বিজিবির অভিযানে ৭৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জন আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই অভিযান পরিচালিত হয়েছে। জানা গেছে, আটগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পূর্বচাতল গ্রামে অভিযান চালান। ৭৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেন একই গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র আব্দুল হাসিম (৩২) ও বাবুল মিয়ার পুত্র জুনেদ আহদ (২৫) কে। এ সময় একজন যুবক পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ দু’ব্যক্তিকে কানাইঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়