Thursday, September 15

শিক্ষক সংকট নিরসনের

দাবীতে শিক্ষাথীদের মানবন্ধন
কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন দিন থেকে শিক্ষক সংকটের কারনে স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ভেঙ্গে পড়ায় গত বৃহস্পতিবার(১৫ই সেপ্টেম্বর) স্কুলের ৭’শতাধিক শিক্ষার্থীদের মানবন্ধন কর্মসূচী পালন করেছে। সকাল ১০টায় স্কুল থেকে র‌্যালি সহকারে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সম্মুখে সিলেট-কানাইঘাট-দরবস্ত রাস্তার দু’পার্শ্বে দাঁড়িয়ে, ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী চলাকালে শিক্ষার্থীরা, শিক্ষক চাই? শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরিয়ে দাও, ১০জন শিক্ষক, ৭০০শিক্ষার্থী’র জন্য যতেষ্ট কি? স্কুলে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠ দান কার্যক্রম সচল করে আমাদের মুল্যবান শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়া ইত্যাদি প্লে-কার্র্ড ও ব্যানার বহন করে অবিলম্বে স্কুলের শিক্ষক সংকট নিরসনের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন শেষে মৌন মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষার্থীরা স্মারক লিপি প্রেরণ করেন। নির্বাহী কর্মকর্তার পে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার উদ্দিন মন্ডল ও কানাইঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিনের কাছে স্মারক লিপি প্রেরণকালে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান হিমেল, মিছবাহুল হক চৌধুরী, কাওছার আহমদ, আখতার, মাহফুজ, জাহাঙ্গীর, মহিউদ্দিন, শামিমা আক্তার, সেবিন, শান্তা, রিপা, রাবী প্রমুখ। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারনে স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। প্রধান শিক্ষকের পদ শূন্যসহ বর্তমানে ২৭জন শিক্ষকের স্থলে মাত্র ১০জন শিক্ষক কর্মরত রয়েছেন। তার মধ্যে সহকারী শিক্ষক হোসেন আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়া অফিস সহকারী পদটি শূন্য থাকায় শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়