Saturday, August 13

কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা সম্প্রত্তি বিকেল ৩টার সময় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চোধূরীরর সভাপতিত্বে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান আশিক চোধূরী সভায় অংশগ্রহনকারী সদস্য নয় ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের আন্তরিক শুভেচ্ছা জানান। সভায় উপজেলা পরিষদ মিলনায়তন নির্মাণ সহ বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয়। এছাড়া নির্বাচিত চেয়ারম্যানদের তৃণমূল পর্যায়ে সরকারের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড ও ইউনিয়ন পরিষদ কর্তৃক সকল জনকল্যাণমূলক সেবা সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়নের উপর গুরুত্বারুপ করা হয়। নির্বাচিত চেয়ারম্যানরা তাদের বক্তব্যে বলেন, তাদের নিজ নিজ ইউনিয়নের জনসাধারণের সমস্যা নিরশন এবং সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করতে পারেন তার জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর সভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রবাতি রাণী দাস, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ৪নং সাঁতবাক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, ২নং লক্ষীপ্রসাদ ইউপি চেয়ারম্যান ফারুক চৌঃ, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মুবেশ্বর আলী, ৭নং বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, ৮নং ঝিংগাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মানিক মিয়া, ৩নং দিঘীর পার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌঃ, ১নং লক্ষীপ্রসাদ ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়