Sunday, August 14

কানাইঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি

গরু সহ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত



সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি গরু আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। আহত হয়েছেন গরু মালিক সহ কমপক্ষে ১০ জন।জানা যায়, গত বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় কানাইঘাট থানার লামাঝিঙ্গাবাড়ী গ্রামের মৃত কৃষক কুমোদ চন্দ্র নাথের ছেলে রণ চন্দ্র নাথের বাড়ীতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনের লেলিহান শিখায় বসতঘরের মালপত্র সহ পাঁচটি গরু পুড়ে ছাই হয়। আগুনের শিখায় গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে আশংকাজনক অবস'ায় ভর্তি হয়েছেন গরুর মালিক রণ চন্দ্র নাথ (৩৮)।আগুন নেভাতে এসে গুরুতর আহত হয়েছেন একই গ্রামের দিলিপ চন্দ্র নাথ, এনামুল হক, গৌরা চন্দ্র নাথ, বাবু চন্দ্র নাথ, সুবিদ চন্দ্র নাথ, সত্য চন্দ্র নাথ, হাজী এবাদুর রহমান, নিজাম উদ্দিন, খালেদ ও মাশুক। এলাকাবাসী ধারণা করছেন বিদ্যুতের বিল মিটার থেকেই এই অগ্নিকান্ডের ঘটতে পারে। অগ্নিকান্ডে গরু সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন। ক্ষতিগ্রস' পরিবারটি এলাকাবাসীর কাছে মানবিক সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়