Thursday, August 18

কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়



উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি কমিটি নির্বাচিত



কানাইঘাট উপজেলার ৯২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি কমিটিকে উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি কমিটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। নিররতা দূরীকরণের ল্যে সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার স্কুলগামী সকল শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও তাদের উপস্থিতি নিশ্চিত করণ, শিার্থীদের ঝরে পড়া রোধ করে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শিার্থীকে বিদ্যালয়ে ধরে রাখা, পরীায় শতভাগ সফলতা অর্জন, শিক ও অভিভাবক সম্পর্ক জোরদার করাসহ বিদ্যালয়ে শিার সামগ্রিক মানন্নোয়নে অবদান রাখায় উক্ত কমিটিকে উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি কমিটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া, জুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়, সিতাংশু রঞ্জন দাস ও শামীম আরা বেগমকে শ্রেষ্ঠ শিক ও শিকিা এবং রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে মাহবুবুর রহমান কে উপজেলার শ্রেষ্ঠ শিক নির্বাচিত করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়