Wednesday, August 24

ফিতরা ৫৩ টাকা



এবারে ফিতরা সর্বনিম্ন ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩২০ টাকা। বুধবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বছরের সাদকাতুল ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। সভায় সিদ্ধান্ত হয় গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি খাদ্যদ্রব্যের যে কোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। সভায় সিদ্ধান্ত হয় গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা বাজার মূল্য ৫৩ টাকা দিতে হবে। খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজার মূল্য ৬৬০ টাকা দিতে হবে। কিসমিস দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজার মূল্য এক হাজার ৩২০ টাকা দিতে হবে। এছাড়া যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২১৫ টাকা আদায় করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকার প্রিন্সিপাল ড. একেএম ইয়াকুব হোসাইন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা হাবিবুল মতিন সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়