Wednesday, July 6


কানাইঘাটে ৪৮ ঘন্টার হরতালের
প্রথম দিন শান্তিপূর্নভাবে পালিত

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ঘন্টার হরতালের প্রথম দিন কানাইঘাটে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের নাশকতা এড়াতে ভোর থেকে উপজেলা সদরসহ গুরুত্বপূর্ন স্থানে পুলিশকে মারমুখী অবস'ায় টহল দিতে দেখা গেছে। হরতালসফলের লক্ষ্যে থানা বিএনপি বিদ্যমান দুটিগ্রুপের নেতাকর্মীদের কানাইঘাট বাজারে অবস'ান গ্রহন করে পিকেটিং করতে চাইলে পুলিশী বাধার মুখে হরতাল কারীরা পিকেটিং করতে পারেনি। তবে পিকেটিং ছাড়াই উপজেলার সর্বত্র হরতাল পালিত হয়। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট খাট যানবাহন চলাচল ছিল সীমিত। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপসি'তি ছিল নগন্য। হরতালের সমর্থনে বেলা ১২টায় কানাইঘাট বাজারে থানা বিএনপি’র একাংশের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, পৌর বিএনপি’র সভাপতি ইফজালুর রহমান সাধারণ সম্পাদক প্রভাষক ফরিদ আহমদের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি মিছিল বের হয়। এরপর বেলা সাড়ে ১২টায় থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী এম.এ.মতিন সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক যুবদলের সভাপতি আব্দুল মান্নান, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দু’শতাধিক নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল করে দক্ষিণ বাজারে পথসভা অনুষ্টিত হয়। সভায় পুলিশের লাটি চার্জে ঢাকায় বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক গুরতর আহত করায় এবং গ্রেনেড হামলায় ষড়যন্ত্র মূলক ভাবে তারেক জিয়া ও কানাইঘাটের কৃতি সন-ান হারিছ চৌধুরী কে আসামী করায় সভায় তীব্র নিন্দা জানানো হয়। এদিকে হরতালের সমর্থনে গাছবাড়ী বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দোগে মিছিল পরবর্তি সমাবেশে সভাপতিত্ব করেন জামাল উদ্দিন। রফিক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাষ্টার আবু বক্কর,মকবুল হোসেন,ময়নুল হোসেন,কামাল উদ্দিন,দিলদার হোসেন শামীম,সাদিক আহমদ,আসাদ উদ্দিন,ইমদাদুর রহমান,উসমান গণি,সালিক উদ্দিন,বাহার উদ্দিন,বিলাল উদ্দিন,সাহিন আহমদ,নুরুল হুদা সুমন,ফয়েজ উদ্দিন,মাসুক উদ্দিন,মাসুম,লুকমান,জাহাঙ্গির আলম,জসিম উদ্দিন,রফি উদ্দিন,ফয়ছল,রুবেল,শিব্বির,ইলিয়াছ,আলঙ্গির,জাকারিয়া,আবুল হোসেন,আহমদ হোসেন শাবলু,মাহবুবুর রহমান সাদ্দাম,সোহেল আহমদ সাজু,খসরুজ্জামান,নুরুল আলম প্রমুখ। এছাড়া রাজাগঞ্জ বাজার সড়কের বাজার স'ানীয় বিএনপি নেতাকর্মীরা পিকেটিংসহ মিছিল সমাবেশ করেছে। তবে অন্যান্য দিনের হরতালের মত চারদলীয় জোটের শরীকদল জামায়াত, শিবির ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের হরতালের মাটে দেখা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়