Wednesday, July 6

কানাইঘাটে শাহনেওয়াজ হত্যাকান্ড
র‌্যাবের হাতে পাচ আসামী গ্রেফতার

গত ২৬জুন কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপি’র মালিগ্রাম গ্রামের ফখরুল ইসলামের পুত্র ক্যারিকাব চালক শাহনেওয়াজ (১৮) হত্যা কান্ডের সাথে জড়িত ৫খুনী র‌্যাবের হাতে গত সোম ও মঙ্গলবার গ্রেফতারের পরও নিহত শাহনেওয়াজের পরিবার ও এলাকাবাসীর মধ্যে এখনও শোকের মাতমবইছে। নিরাপরাধ এ তরুনের মর্মান্তিক হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন নিয়ে শত্রুতার জেরধরে বন্ধুবেশী এ হত্যা কান্ডের মূল পরিকল্পনাকারী জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের পাতন গ্রামের মাষ্টার আব্দুর রহমান কুটির ছেলে আবুল কাসেম মারুফ (২৭) পরিকল্পনা করে ভাড়াটিয়া খুনীদের টাকা দিয়ে বন্ধু শাহনেওয়াজকে বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে চারিকাটা ইউনিয়নে নল বাগানে ডেকে নিয়ে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ভাড়াটে খুনীরা লাইন নদীতে ফেলে দেয়। এদিকে র‌্যাবের হাতে গ্রেফতারকৃত শাহনেওয়াজের হত্যাকান্ডের সাথে জড়িত বড়চতুল ইউনিয়নের মালিগ্রামের মৃত মকবুল আলীর পুত্র, ভাড়াটে খুনী খলিলুর রহমান (৫০), মৃত মাহমুদ আলীর পুত্র হেলাল আহমদ (৪০), লোহাই গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র তাজ উদ্দিন (২০), জৈন-াপুর উপজেলার পাত্তন গ্রামের ইরফান আলীর পুত্র লোকমান আহমদ(২০) ও নরুল হকের পুত্র মোঃ বাবুল (২০) কে গত মঙ্গলবার রাতে র‌্যাব কানাইঘাট থানা পুলিশের কাছে হস-ান-র করেছে। স'ানীয় পুলিশ সূত্রে জানাযায় গত ২৬জুন শাহনেওয়াজকে তার বন্ধু জৈন-াপুর থানার আবুল কাসেম মারুফ পূর্ব শত্রুতার জেরধরে নিহতের পার্শ্ববর্তী বাড়ির খলিলুর রহমান ও তার সহযোগীদের পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে চুক্তি করে শাহনেওয়াজকে হত্যার পরিকল্পনা নেওয়া হয়। এর অংশ হিসেবে রাত ৯টায় বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শাহনেওয়াজকে। র‌্যাবের কাছে হত্যাকান্ডের ঘটনা স্বীকারোক্তি করার পর ধৃত আসামীরা প্রাথমিক পুলিশি জিজ্ঞাসা বাদে কীভাবে শাহনেওয়াজকে ঠান্ডা মাথায় হত্যা করা হয় এবং হত্যা কান্ডের সাথে জড়িত পরিকল্পনাকারী অন্যান্যদের নাম প্রকাশ করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খান স'ানীয় সাংবাদিকদের জানিয়েছেন। পুলিশ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আবুল কাশেম মারুফকে গ্রেফতার করতে বিভিন্ন স'ানে সাড়ষী অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়