Thursday, July 7

কানাইঘাটে টানা ৪৮ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ঘন্টার হরতাল সিলেটের কানাইঘাটে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের নাশকতা এড়াতে ভোর থেকে উপজেলা সদরসহ গুরুত্বপূর্ন স্থানে পুলিশকে মারমুখী অবস্থায় টহল দিতে দেখা গেছে। হরতাল সফলের ল্যে থানা বিএনপি বিদ্যমান দুটিগ্রুপের নেতাকর্মী ও জামায়াতের কর্মীদের কানাইঘাট পৌর শহরে অবস্থান গ্রহন করে পিকেটিং করতে চাইলে পুলিশী বাধার মুখে হরতাল কারীরা পিকেটিং করতে পারেনি। তবে পিকেটিং ছাড়াই উপজেলার সর্বত্র হরতাল পালিত হয়েছে। উপজেলা সদর থেকে, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট খাট যানবাহন চলাচল ছিল সীমিত। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল নগন্য। হরতালের সমর্থনে বেলা ১২টায় কানাইঘাট বাজারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিমের নেতৃত্বে একটি মিছিল পৌর শহরে প্রধান প্রধান সড়কগুলো প্রদণি শেষে দণি বাজারে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য শরিফ উদ্দিন, মাওলানা তাজ উদ্দিন, কামাল উদ্দিন, শিবির নেতা ছাবি্বর আহমদ, সেলিম উদ্দিন, এম.এ.বাবুল প্রমুখ। থানা বিএনপি'র একাংশের সভাপতি এম.এ.লতিফ এর নেতৃত্বে একটি মিছিল পৌরশহর প্রদণি শেষে কানাইঘাট পূর্ববাজারে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, প্রভাষক ফরিদ আহমদ, জসীম উদ্দিন, নাজিম উদ্দিন, গুলজার আহমদ, জাকির হোসেন প্রমুখ। অপরদিকে বেলা ১টায় হাজী এম.এ.মতিন'র নেতৃত্বে বিএনপি'র অপর অংশের একটি মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদণি শেষে কানাইঘাট দণি বাজারে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হক, যুবদলর আহ্বায়ক এম.এ.মান্নান, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, ছাত্রদল নেতা রাশিদুল হাসান টিটু, আব্দুল করিম, রুহুল আমীন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়