কানাইঘাট পৌরসভার ৮কোটি ৫০লক্ষ টাকার বাজেট ঘোষনা
কাওছার আহমদ/নিজাম উদ্দিন:
কাওছার আহমদ/নিজাম উদ্দিন:
কানাইঘাট পৌরসভার ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। কানাইঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র লুৎফুর রহমান গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলার বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৮কোটি ৪৯ল ৫১হাজার ৯শ ৯৯টাকার বাজেট পেশ করেন। সমপরিমাণ আয় ও ব্যয় দেখিয়ে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন সেক্টরে নতুন করারোপ করা হয়েছে। বাজেটে আয়ের খাত হিসেবে পৌরসভার নিজস্ব খাতে ৫৩ল টাকা আয় ধরা হয়েছে। এছাড়া সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ৫০ল, সরকারী বিশেষ প্রকল্প মঞ্জুরী ২০ল, অফিস ভবন নিমর্াণ মঞ্জুরী ১কোটি ৫০ল এবং সরকারী বিশেষ প্রকল্প বরাদ্দে ৫কোটি ৫০ল টাকা আয় ধরা হয়েছে। বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মতিউল ইসলাম চৌধুরী, কানাইঘাট ডিগ্রিকলেজের ভারপ্রাপ্ত অধ্য শামসুল আলম মামুন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খান, সমাজসেবক ডাঃ মুফাজ্জিল হোসেন, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মুবশ্বির আলী, কাউন্সিলার শরিফুল হক, মস্তাক আহমদ, রহিম উদ্দিন ভরসা, তাজ উদ্দিন, কানাইঘাট উপজেলা আ'লীগের সহসভাপতি জালাল আহমদ, পৌর আ'লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়