Wednesday, June 8

কানাইঘাটে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে জরিমানা

আগামী ১১ই জুন অনুষ্ঠিত্ব কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লংঘণের দায়ে ৭ চেয়ারম্যান প্রার্থীকে ১২হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১ম শ্রেণীর ম্যাজিষ্টেট, ও সমন্বয়কারী অফিসার মোঃ ইমরান হুসেন ৫নং বড়চতুল, ৬নং সদর, ৮নং ঝিংগাবাড়ী, ও ৭নং দণি বাণীগ্রাম ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে ৭জন চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে উক্ত জরিমানা আদায় করেন। যেসব প্রার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান প্রার্থী মোবশ্বীর আলী চাচাই ৪ হাজার টাকা, ৬নং সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী এখলাচছুর রহমান ২ হাজার ৫০০ টাকা, ৭নং দণি বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী লোকমান আহমদ ১ হাজার টাকা, ৮নং ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে মাওলানা আব্দুল মালিক ২হাজার টাকা, হারুনুর রশীদ ১ হাজার টাকা, ওলিউর রহমান ১ হাজার টাকা, নুরুল হক ১ হাজার টাকা জরিমান আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ঠ ইউনিয়নের রির্টানিং কর্মকর্তাগণ, এবং কানাইঘাট থানার এস,আই মোস্তফা কামাল, এস,আই হাবিবসহ একদল পুলিশ। নির্বাহি কর্মকর্তা ইমরান হুসেন জানিয়েছেন, উপজেলার ৯টি ইউনিয়নের কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়