Wednesday, June 8

কানাইঘাটের ঝিংগাবাড়ি ইউপিতে
মহিলারা এবার ভোট দিতে পারছে না

কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে আগামী ১১ইজুন অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নের মহিলা ভোটাররা ভোট দিতে পারছেন না। জানা যায়, গত বৃহস্পতিবার এলাকার প্রভাবশালী কয়েকজন গ্রাম্য মূড়ল বসে বিকেল ৪টায় স্থানীয় গাছবাড়ি বাজারে দণি মসজিদের মাঠে এভারের নির্বাচনে ৮জন চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে এই মর্মে লিখিত রাখেন যে, আগামী ১১ই জুন অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে যাতে করে কোন প্রার্থী মহিলা ভোটারদেরকে নির্বাচন সেন্টারে আনবেন না বলে অঙ্গিকার নামা দেওয়ার চাপ সৃষ্টি করেন। নিরুপায় হয়ে প্রার্থীরা এক পর্যায়ে সাধা একটি কাগজে সাইন করেন। সমপ্রতি সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, চাপের মুখে ফেলে আমাদের সাধা কাগজে সাইন নেওয়া হয়েছে আমরা কিছু বলতে যাচ্ছি না এজন্যই যেহেতু আমাদের সামনে নির্বাচন। সাইন না করলে হয়তো নির্বাচনে বড় ধরনের কোন ভাটা পড়তে পারে। উদ্যোকারীদের মধ্য থেকে হাজী আব্দুল জলিল, মাওলানা খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হক, নিয়াজ উদ্দিন, মনোহর বখক্ত, আব্দুল মৌলা, তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলে আমরা অতীতের ন্যায় এভারের নির্বাচনেও এই সিন্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমরান হোসেন বলেন আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি তবে আমি মোবাইল ফোনে কয়েকটি অভিযোগ পেয়েছি। যদি এ ধরনের কোন সিন্ধান্ত কেউ নিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়