Wednesday, June 8

কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী

অধ্যক্ষ সিরাজুল ইসলামের সমর্থনে জনসভা অনুষ্ঠিত

কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলামের দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গত সোমবার বাদ মাগরিব বীরদল বাজার সংলগ্ন আনোয়ার উলূম মাদ্রাসা মাঠে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি প্রবীন শিক্ষক মাষ্টার শফিকুল হকের সভাপতিত্বে এবং আবুল কালামের পরিচালনায় উক্ত নির্বাচনী জনসভায় স্বাগত বক্তব্য রাখেন গোসাইনপুর নিবাসী মাষ্টার মহিউদ্দিন আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি জালাল আহমদ, সাধারন সম্পাদক নিজাম আল মিজান, উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি আব্দুল লতিফ, মাষ্টার মামুন আহমদ, মাষ্টার জারউল্লাহ, বিশিষ্ট মুরব্বি মুহিব আহমদ, মোহাম্মদ আলী মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইউনিয়নের দলমত নির্বিশেষে সকলের সমর্থন সহযোগিতা নিয়ে নির্বাচনে দাড়িয়েছি শুধু মাত্র আপনাদের পাশে সুখেঃ দুখেঃ দাড়ানোর জন্য। সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার জন্য। তিনি ১১জুনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে দেওয়াল প্রতীকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান তার বক্তব্যে বলেন. অধ্যক্ষ সিরাজুল ইসলাম শুধু মাত্র ৬নং সদর ইউনিয়নের সন্তান নয় সকলের শ্রদ্ধার পাত্র ও একজন শিক্ষানুরাগী সমাজসেবক হিসেবে সমস্ত উপজেলায় তিনি নের্তৃত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সদর ইউনিয়নকে একটি সমৃদ্ধ জনপদে পরিনত করার জন্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম’কে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য ইউনিয়ন বাসীর প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়