Thursday, June 30

কানাইঘাটে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার
উপর অবৈধভাবে ৩টি গভীর নলকূপ স্থাপন

কানাইঘাটে জনগুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ বিভাগের উপজেলা রোডে অবৈধভাবে ব্যাক্তিগত বাসাবাড়িতে পানি সরবাহের জন্য রাস্তার উপর ৩টি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এতে রাস্তার প্রস্বস্ততা কমে গিয়ে জানবাহন ও পথচারী চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বাড়ছে জনদূভের্াগ। প্রশাসনের নাকের ডগায় এরূপ অবৈধ কর্মকান্ড ঘটলেও প্রশাসনের প থেকে কোনরূপ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জনমনে ােভের সৃষ্টি হচ্ছে। সড়ক ও জনপদের ব্যস্ততম রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত এসকল গভীর নলকূপ জনস্বার্থে অপসারণের জন্য সচেতন মহল সংশ্লিষ্ট কতর্ৃপরে প্রতি জোরদাবি জানিয়েছেন। জানা যায়, বহুতলা বাসভবনের মালিক আবু শহিদ, সাবরিনা ম্যানশনের মালিক সিরাজ উদ্দিন এবং কানাইঘাট পল্লীবিদু্যৎ জোনাল অফিসের সামনে সরকারী রাস্তায় মামুন রশিদ অবৈধভাবে রাস্তায় গর্তের সৃষ্টি করে এসকল গভীর নলকূপ স্থাপন করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়