Thursday, June 30

কানাইঘাটে নিখোঁজের ৩দিন পর
নদী থেকে তরুণের গলিত লাশ উদ্ধার

কানাইঘাটে নিখোঁজ হওয়ার তিনদিন পর গতকাল এক তরুণের গলিত লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। নিহতের আত্মীয় স্বজন ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার ৫নং বড়চতুল ইউপি'র মালিগ্রামের ফখরুল ইসলামের পুত্র পেশায় ক্যারিকাব চালক শাহনেওয়াজ (১৮) গত রবিবার রাত ৯টায় নিজ বাড়িতে রাতের খাবার শেষে তার মোবাইলে পর পর ৩টি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর থেকে শাহনেওয়াজ নিজ বাড়িতে ফিরে না আসলে আত্নীয় স্বজনরা সম্ভাব্য স্থানে খুঁজে তার কোন সন্ধান পান নি। এভাবে খোঁজাখুজির ৩দিন পর গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাশর্্ববতর্ী পর্বতপুর গ্রামের পাশে লাইন নদীর একটি বাঁশের সাঁকোর খুঁটিতে বিবস্ত্র অবস্থায় শাহনেওয়াজের গলিত লাশ দেখে গ্রামবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার গলায় পরনের টি-শার্ট প্যাচানো লাশ উদ্ধার করে। এসময় মৃত শাহনেওয়াজের পিতা ফখরুল ইসলাম এসে এটি তার ছেলের লাশ বলে সনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাালে প্রেরণ করেছে। লাশ উদ্ধারের সময় স্থানীয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুবেশ্বর আলী (চাচাই) ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালিক চৌধুরী এবং নিহতের পিতাসহ এলকার অসংখ্য লোকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কোন ধরনের কারন ছাড়াই খুনি চক্র শাহনেওয়াজ কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় তার পরনের টি-শার্ট পঁ্যাচিয়ে লাশ লাইন নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন নিহতের মোবাইল ফোনের কল লিস্টের সূত্রধরে হত্যাকারীদের খুঁজে বের করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। শাহনেওয়াজের পিতা মুক্তি যোদ্ধার সন্তান ফখরুল ইসলাম ও মাতা আমেনা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, বিনাদূষে তাদের নিরাপরাধ ছেলেকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কারও সাথে তাদের পরিবারের কোন বিরোধ নেই বলে জানিয়েছেন। এ ব্যাপারে লাশ উদ্ধারকারী এস.আই. এনামের সাথে কথা হলে তিনি বলেন, শাহনেওয়াজ নিজে আত্মহত্যা বা অন্যকেউ তাকে খুন করেছে কি-না তা ময়না তদন্ত রিপোর্টের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন তিনি। এ ঘটনায় নিহতের পিতা ফখরুল ইসলাম বাদী হয়ে গতকাল কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়