Sunday, June 12



কানাইঘাটের ৯টি ইউপি নির্বাচনে বিএনপি-৩
আ'লীগ-২, জামায়াত-১ ও স্বতন্ত্র-৩ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

গত শনিবার ১১জুন অনুষ্ঠিত সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কোন ধরনের আপত্তিকর ঘটনা ছাড়াই ৮৫টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত তিন, আওয়ামীলীগ সমর্থিত দুই, জামায়াত সমর্থিত এক এবং তিন স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাক্তার ফয়াজ আহমদ (জামায়াত) প্রতীক-বালতী, প্রাপ্ত ভোট ২৭১৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলা উদ্দিন (কাপ-পিরিচ) ২৬৬৩, ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ফারুক আহমদ চৌধুরী (আ'লীগ) প্রতীক-দেওয়াল ঘড়ি, প্রাপ্ত ভোট ৩১৯২, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজ আহমদ (আনারস) ৩১৫৮, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের আব্দুল মুমিন চৌধুরী (স্বতন্ত্র) প্রতীক-দেওয়াল ঘড়ি, প্রাপ্ত ভোট ২৩৫৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হোসেন কাজল (কাপ-পিরিচ) আ'লীগ ২৩১৯, ৪নং সাতবাঁক ইউনিয়নের মাষ্টার ফয়জুল ইসলাম (স্বতন্ত্র) প্রতীক-তালা, প্রাপ্ত ভোট-২৩০৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী মস্তাক আহমদ পলাশ (আনারস) আ'লীগ ১৪৩৫, ৫নং বড়চতুল ইউনিয়নের মুবেশ্বর আলী চাচাই (আ'লীগ) প্রতীক-গরুর গাড়ী, প্রাপ্ত ভোট ৩৭৩৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন টেলিফোন ২৮০৬, ৬নং কানাইঘাট সদর ইউনিয়নে অধ্য সিরাজুল ইসলাম (স্বতন্ত্র) প্রতীক-দেওয়াল ঘড়ি, প্রাপ্ত ভোট ৪৬০০, নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন রশিদ (তালা) বিএনপি ২৪৬১, ৭নং দণি বাণীগ্রাম ইউনিয়নে মোঃ শাহাব উদ্দিন (বিএনপি) প্রতীক-আনারস, প্রাপ্ত ভোট ৪৪৩৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ আহমদ (কাপ-পিরিচ) আ'লীগ ৩৪৩৬, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে মাষ্টার রফিক আহমদ চৌধুরী (বিএনপি) প্রতীক-তালা, প্রাপ্ত ভোট ৩৫৫৬, নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন রশিদ (কাপ-পিরিচ) আ'লীগ ২৯৪২, ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে ডাক্তার মানিক মিয়া (বিএনপি), প্রতীক-গিটার, প্রাপ্ত ভোট ২৭৭৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজ আশিক (আনারস) ২১৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়