Saturday, May 21


আগামী ১১ জুন কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচনকে সামনে রেখে একদিকে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল অপরদিকে চেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজ নিজ ইউনিয়নে ব্যাপক প্রচারণা উটান বৈঠক, গণসংযোগ, নির্বাচনী মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ৬নং কানাইঘাট সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবনেতা হুসেন আহমদ তার নিজ ইউনিয়নের বীরদল, উমাগড়, ভাটিদিহী, চটিগ্রাম, কচুপাড়া, জৈন্তিপুর, নিজ চাউরা উত্তর গ্রামে গনসংযোগ করে ভোটারদের সাথে মতবিনিয় করেছেন। ৪নং সাঁতবাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মন্নান তার ইউনিয়নের সাতপাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় জুলাই জামেয়া মাদ্রাসা চড়িপাড়া, চাপ নগর, জয়পুর, বৃহত্তর জুলাই, লন্তির মাটি, হিম্মতের মাটি, গ্রামে গত কয়েকদিন ধরে ভোটারদের নিয়ে মতবিনিময় গণসংযোগ অব্যাহত রেখেছেন। ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সম্পতি তার ইউনিয়নের বড়দেশ উত্তর, বড়দেশ দক্ষিণ, নয়াগ্রাম, সরদারী পাড়া, কায়স্তগ্রাম, বানীগ্রাম, গড়াইগ্রাম, উজানীপাড়া, ছত্রপুর, সরদারী মাটি, নিজ দলই কান্দি, ব্রাহ্মণগ্রাম, বাউরবাগ গ্রামের ভোটারদের সাথে ব্যাপক প্রচারণা এবং মতবিনিময় করেন। ৩নং দিঘিরপাড়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আলী হুসেন কাজল গত ৪দিন তার ইউনিয়নের মাজরগ্রাম, সড়কের বাজার, ব্রাহ্মনগ্রাম, সরদার মাটি, রাজপুর, দিঘীরপাড়, মাছুগ্রাম, জয়পুর, কাজীরগ্রাম, ঠাকুরের মাটি, মাটিজুরা গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন ভোটারদের সাথে। ১নং পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান শমসের আলম গত কয়েকদিনে তার ইউনিয়নের মেছা, কান্দলা, ডাউকেরগুল, ভাল্লুক মারা, নয়াখান, কুচি, সাউদগ্রামের ভোটারদের সাথে মতবিনিময় গণসংযোগ করেন। পৃথকভাবে এসব নির্বাচনী মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সহযোগিতা ও দোয়া নেওয়ার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে তাদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের মন জয়লাভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়