উৎসবমুখর পরিবেশে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন গতকাল সোমবার চেয়ারম্যান পদে মোট ৭০, সাধারণ সদস্য পদে ৩৯৮, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৯জন প্রার্থী উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে ১নং- লক্ষীপ্রসাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩, সাধারণ সদস্য পদে ৪৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩, ২নং- লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩, ৩নং- দিঘীরপার পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, ৪নং- সাঁতবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৩৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯, ৫নং- বড়চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১, সাধারণ সদস্য পদে ৩৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, ৬নং- সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সাধারণ সদস্য পদে ৪৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, ৭নং- দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭, ৮নং- ঝিংগা বাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯, সাধারণ সদস্য পদে ৬০, মহিলা সংরক্ষিত পদে ১১, ৯নং- রাজাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪জন, সাধারণ সদস্য পদে ৫১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সামছুল আজম জানিয়েছেন আগামী ১৮-১৯ মে মনোনয়ন পত্র বাছাই ও ২৬মে প্রার্থীতা প্রত্যাহার এবং ১১ই জুন ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়