Saturday, May 28

চেয়ারম্যান পদে ৬৭ সদস্য পদে ৪৭৪ জন
কানাইঘাটের ৯টি ইউনিয়নের ইউপি

নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রার্থী ও সমর্থকদের উপসি'তিতে উৎসবমুখর পরিবেশে আগামী ১১জুন অনুষ্ঠিতব্য সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রতীক গতকাল শুক্রবার (২৭মে) উপজেলা রিটার্নিং অফিসারেরকার্যালয় থেকে লটারী ও সমঝোতার মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে। ২৬মে মননোয়ন প্রত্যাহারের পর ৯টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮জন, সাধারণ সদস্য পদে ৩৮০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪জন প্রার্থী নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতীক বরাদ্দের সময় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার অনুরুধ জানানো হয়। এদিকে, পছন্দের প্রতীক পাওয়ার প্রথম দিনই চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার, রাস্তা-ঘাট। চেয়রম্যান পদে ৯টি ইউনিয়নে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেনঃ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি মো: শমসের আলম (টেলিফোন), বাহার উদ্দিন (চাঁদ), আব্দুর রব (আনারস), ফয়েজ আহমদ (বালতি), গিয়াস আহমদ চৌ: (দোয়াত কলম), আহমদ সুলেমান (জাহাজ), জে.এ কাজল খান (তালা), আলা উদ্দিন (কাপ পিরিচ), আব্বাস উদ্দিন (চশমা), আবুল ওয়েস ছিদ্দিকী (মাইক), বীর মুক্তিযোদ্ধো শামসুদ্দিন চৌ: (গিঠার), ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বর্তমান চেয়ারম্যান শফিকুল হক (গরুর গাড়ি), সিরাজুল ইসলাম (আনারস), ফারুক চৌ: (দেয়াল ঘড়ি), আব্দুর রহিম (দোয়াত কলম),৩নং দীঘিরপার পূর্ব ইউপি বর্তমান চেয়রম্যান আলতাফ হোসেন (জাহাজ), আজির উদ্দিন (গরুর গাড়ি), আলী হোসেন কাজল (কাপ পিরিচ), আবুল হোসেন (তালা), আব্দুল মুমিন চৌ: (দেয়াল ঘড়ি), আব্দুল হাই (আনারস)৪নং সাতবাঁক ইউপি বর্তমান চেয়ারম্যান মস-াক আহমদ পলাশ (আনারস), বদরুল আমীন (দেয়ালঘড়ি), ফয়জুল ইসলাম (তালা), আব্দুল মন্নান (জাহাজ), ৫নং বড়চতুল ইউপি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হামিদুল হক (চশমা), মাওলানা আবুল হোসেন (টেলিফোন), মুবেশ্বর আলী চাচাই (গরুর গাড়ি), মুহি উদ্দিন (আনারস), আফতাবউদ্দিন চৌ: (কাপ পিরিচ), নিজাম উদ্দিন (দেয়াল ঘড়ি), আব্দুর রশীদ (তালা), আব্দুর রকিব (জাহাজ), নজরুল ইসলাম (দোয়াত কলম), শ্রী মদন গোপাল দে (মাইক)।৬নং সদর ইউপি বর্তমান চেয়ারম্যান মামুন রশিদ মামুন (তালা),প্রিন্সিপাল সিরাজুল ইসলাম (দেয়াল ঘড়ি), হোসেন আহমদ (দোয়াত কলম), এখলাছুর রহমান (আনারস), লুৎফুর রহমান জুয়েল(জাহাজ)।৭নং দ্‌ক্িষণ বাণীগ্রাম ইউপি বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ (কাপ পিরিচ), শাহাব উদ্দিন (আনারস), মাওলানা আলীম উদ্দিন (চশমা), লুকমান আহমদ (দেয়াল ঘড়ি)। ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি রফিক আহমদ চৌধুরী (তালা), মাওলানা আব্দূল মালিক (জাহাজ), জালাল উদ্দিন (চশমা), ওলিউর রহমান (গরুরগাড়ি), হারুন রশিদ (কাপ পিরিচ), আবু বক্কর (আনারস), নুরুল হক (দেয়ালঘড়ি), মাহমুদ হোসেন (দোয়াত কলম)।৯নং রাজাগঞ্জ ইউপি বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম (দোয়াতকলম), ফখর উদ্দিন চৌ: (মাইক), আহমদ হোসেন (টেলিফোন), ফখর উদ্দিন (কাপ পিরিচ), আব্দুল আজিজ আশীক (আনারস), ফখরুল ইসলাম (গরুর গাড়ি), বাহার উদ্দিন (তালা), বাহা উদ্দিন চৌধুরী (দেয়ালঘড়ি), হেলাল উদ্দিন চৌধুরী (বালতি), রাধিকা রঞ্জন নাথ (নুঙ্গর), মানিক মিয়া (গিঠার), কামাল আহমদ (চাঁদ), শহিদুর রহমান (চশমা), ইসমাইল আলী (জাহাজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়