সময় নেই সমর্থকদেরও
বাবুল আহমেদ:
কানাইঘাট উপজেলার ভোটাররা বেশ খুশি। ভোটারদের মধ্যে মূলত চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে বেশি। আগামী ১১ই জুন কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে তাদের নিজ নিজ এলাকায় শুরু করেছেন উঠান বৈঠক, গণসংযোগ, নির্বাচনী মতবিনিময় সভা। প্রার্থীদের সমর্থকরাও বসে নেই, তারাও গ্রামের বিভিন্ন রাস্তাঘাট, চায়ের দোকান, যাত্রী ছাউনী ইত্যাদি এলাকায় নিজ প্রার্থীর গুণগান করছেন। এতে করে উপজেলাব্যাপী জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রার্থীর সমর্থক ও প্রার্থীরা রাত দিন প্রচারণায় ব্যস্ত। উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সদর ইউপির অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সফিকুল হক ও সিরাজ উদ্দিন। দিঘীরপার পূর্ব ইউপির আলতাফ উদ্দিন, আজির উদ্দিন। সাতবাঁক ইউপির বর্তমান চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, মাস্টার ফয়জুল ইসলাম ও বদরুল আমিন। বড় চতুল ইউপির বর্তমান চেয়ারম্যান হামিদুল হক ও মুবেশ্বর আলী (চাচাই)। বাণীগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ ও সাহাব উদ্দিন। ঝিঙ্গাবাড়ী ইউপির সাইফুল্লাহ, রফিক আহমদ চৌধুরী ও ওলিউর রহমান। রাজাগঞ্জ ইউপির ফখর উদ্দিন চৌধুরী, রাধিকা রঞ্জন রাথ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়