কানাইঘাটে স্বাধীনতাকাপ ফুটবল টুর্নামেন্টে জৈন্তাপুর চ্যাম্পিয়ন
সিলেটের কানাইঘাট আগফৌদ নারাইনপুর সুর্য তরুন স্পোর্টিং কাব আয়োজিত তৃতীয় তম স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয়েছে জৈন্তাপুর লপ্রিসাদ নবীন স্পোর্টিং কাব। বিপুল উতসাহ উদ্দীপনায় গত ২৬মার্চ শনিবার গাছবাড়ি বাজার পশ্চিম মাঠে বিকেল ৩টায় উক্ত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় । ফাইনালে জৈন্তাপুর নবীণ স্পোর্টিং কাব, কানাইঘাট ফ্রেন্ডশীপ কাবকে ৫Ñ৪ গোলে পরাজিত করে । সমগ্র খেলায় দু’টি দলই আক্রমণাত্বক খেলতে থাকে। ফলে ১Ñ১ গোলে ড্র হয়। প্রচলিত নিয়মে ট্রাইবেকারে খেলা সম্পন্ন হয়েছে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক সমাজসেবী ও শিল্পপতি মামুনুর রশীদ মামুন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে এবং সুর্য তরুন স্পোর্টিং কা বের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন ও শিক ইমদাদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবের উপদেষ্ঠা জালাল উদ্দিন,কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম, লন্ডন প্রবাসী কমিউনিাট নেতা এডভোকেট আব্দুস সাত্তার, সিলেট নিউজ টোয়েন্টি ফোর ডট নেট’র ডিরেক্টর কামরুল ইসলাম,সাংবাদিক সাদিকুর রহমান সাদিক,সুবর্ণা হামিদ,রতœা তামান্না,যুবনেতা নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী আব্দুর রহিম, ক্রীড়ানুরাগী আব্দুল মালিক ও ঝিংগাবাড়ী ইউপির সাবেক সদস্য আজিজুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী আব্দুল খালিক,আব্দুল মালিক বাউলা,জামাল উদ্দিন,ফারুক আহমদ,আবুল হোসেন ,আম্বিয়া,সুয়াইব প্রমুখ। রেফারী ছিলেন আনেয়ার হেসেন সাজু। সহযোগীতায় চৌদুরী আবু সুফিয়ান ও আব্দুল হামিদ। ধারা ভাষ্যকার হাসান আহমদ। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে একটি মোটর সাইকেল এবং বিজিতদের মধ্যে একটি রঙিন ২৪র্ র্ রঙিন টেলিভিশন বিতরণ করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়