Thursday, February 10

কানাইঘাটের সমাজসেবী শফিকুল হকের ইন্তেকাল

সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিন বানীগ্রাম ইউপির ব্রাম্মনগ্রামের অধিবাসী, ডেইলি নিউ নেশনের ষ্টাফ রিপোর্টার এহসানুল হক জসিমের পিতা সমাজসেবী শফিকুল হক আর নেই। গত বুধবার (০২/০২/১১) ভোর ৫ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিলল্লাহি.........রাজিউন)। দীর্ঘ দিন থেকে তিনি জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি সহ ধর্মিনী সহ ৫ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য আত্বীয় ও গুনগ্রাহী স্বজন রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৫টায় গ্রাম সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হয়। সর্বরের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন। জানাজা পুর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সাবেক এমপি প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, গাছবাড়ী জামে উল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দীন, গাছবাড়ী জামে উল উলুম কামিল মাদ্রাসার আরবী বিভাগের চেয়ারম্যান ডক্টর মাওলানা ইব্রাহিম প্রমুখ। এদিকে, সাংবাদিক এহসানুল হক জসিমের পিতা সমাজসেবী শফিকুল হকের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক প্রদানকারীরা হলেন সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী,ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, গাছবাড়ী জামে উল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রহিম,কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক মিফতাহুল বর চৌধুরী, ম্যানেজিং কমিটির সভাপতি ওলিউর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম,সেক্রেটারী কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক, সেক্রেটারী ওলি উল্লাহ, ঝিংগাবাড়ী ইউপি শাখার সভাপতি রেজওয়ানুল করিম, দক্ষিণ বাণীগ্রাম শাখার সভাপতি লুকমান আহমদ, গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এবিএম ফজলে হক, গাছবাড়ী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান,আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, বিশ^নাথ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক নজমুল ইসলাম, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান সইফ উল্যাহ, সাতবাক ইউপি চেয়ারম্যান মুল্লাক আহমদ পলাশ, কানাইঘাট স্টুডেন্টস এসোসিয়েশনের সেক্রেটারী কদর উদ্দিন শিশির, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম,মাসিক সীমান্তে ডাক পত্রিকার সম্পাদক মাহবুবুর রশিদ গাছবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মৌলা, সেক্রেটারী ফয়জুন নুর, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, গাছবাড়ী উত্তর বাজারের ব্যাবসায়ী এম সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফতেহগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ মোহাম্মদ ইসমাইল আলী, কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের ইভিপি সুলতান মাহমুদ প্রমূখ। পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমার আত?ার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়