পরিষদের উদ্যোগে লন্ডনে চ্যারিটি ডিনার অনুষ্টিত
সমপ্রতি লন্ডনে কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক চ্যারিটি ডিনার ও আলোচনা সভা ইষ্ট লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্টিত হয়। উক্ত চ্যারিটি ডিনারে যুক্তরাজ্যে অবস্থানরত কানাইঘাটের শতাধীক শিার্থী, ব্যবসায়ী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সারওয়ার কবিরের সভাপতিত্বে সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আবুল ফয়েজ ও যুগ্ন সম্পাদক আবহার চৌধুরী রনির যৌথ পরিচালনায় ডিনার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বশিরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুস শাকুর সিদ্দিকী,কানাইঘাট শিা ও সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি নিজাম উদ্দিন,আহমদ চৌধুরী,সিলেট এমসি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু,ডা:মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান ইকবাল হোসাইন,কানাইঘাট এসোসিয়েশন ইউকের কোষাধ্য আবুল ফতেহ ও অধ্যাপক ফরিদ আহমদ। ইমদাদুর রহমান ফয়সল এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ বুলবুল,এডভোকেট আব্দুস ছাত্তার,কাওছার আহমদ,এডভোকেট কামরুল ইসলাম,কবির আহমদ,সাহাবউদ্দীন,মাসুম আহমদ,খছরুজ্জামান,কামরুল ইসলাম,রানা ইমাদ,কয়ছর আহমদ,আমিনুল ইসলাম,আনাছুর রহমান রুবেল,নোমান আহমদ,সোহেল আহমদ,তোফায়েল আহমদ,আব্দুর রশিদ চৌধুরী বাবলূ,ফাহাদ আহমদ চৌধুরী,নাদির হোসেন প্রমূখ।উল্লেখ্য যে, ২০০৪ সালে"আলোকিত কানাইঘাট চাই""বিবেকবান মানুষ চাই" এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে কানাইঘাটের শিা,সংস্কৃতি ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের ল্যে,দরিদ্র,নিপীড়িত ও ঝরে পড়া শিার্থীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠন। ২০১০ সালে কানাইঘাটে ইভটিজিং বিরোধী আন্দোলন করে ব্যাপক সাড়া জাগিয়েছিল প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদ।(বিজ্ঞপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়