কানাইঘাট নবায়ন স্পোটিং কাব কতর্ৃক আয়োজিত ২য় এন সি সি টুনর্ামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্টান গত রোববার (২৩/০১/১১) বিকেলে অনুষ্টিত হয়। সহানীয় গাছবাড়ী বাজার সংলগ্ন মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন, দণি বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান এম সাইফুল্লাহ, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্টাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম, তরুন ব্যাবসায়ী ও সমাজসেবী এম সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রবাসী ওলিউর রহমান রাহুল, আবুল হোসেন ও সালেহ আহমদ। এন সি সি -্এর সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেঠারী বশির আহমদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কাবের উপদেষ্টা আব্দুল, মজিদ ইজ্জত উল্লাহ, মুতলীব মেম্বার, প্রতিষ্টাতা আব্দুল কাদির, মিন্টু চন্দ্র দাস,শিহাব উদ্দিন,আশিক উদ্দিন,সিদাম চন্দ্র দাস,শামিম,সুহেল, এস.এম.সি.সির অধিনায়ক আম্বিয়া প্রমুখ। টুনর্ামেন্টে টস জিতে সুপার স্টার ক্রিকেট কাব প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় নবায়ন ক্রিকেট কাবকে। তারা ৫.৫ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। জবাবে সুপার স্টার ক্রিকেট কাব ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের ল্যে পেঁৗছে যায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পীয়ন কাবের আধিনায়ক সুহেল ও সিরিজ সেরা নির্বাচিত হন পরাজিত দলের আবদুল্লাহ।এবং তৃতীয় স্থান লাভ করে কান্দিগ্রাম ওয়েক আপ স্পোটিং কাব। ধারাভাষ্যে ছিলেন আব্দুল কুদ্দুছ ও আম্বিয়া। আম্পায়ার ছিলেন আশিক আহমদ ও রশিদ। অতিথিবৃন্দ চ্যাম্পীয়নদের মধ্যে পুরস্কার হিসেবে ১টি ১৪ ইঞি টেলিভিশন, রানার্স আপের মধ্যে ১টি ৭ ইঞি টেলিভিশন ও তৃতীয় স্থান লাভ কারীদের ১টি ১৬ ইঞি ট্রফি। উলেখ্য, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাছাবাড়ী নয়াগ্রাম নবায়ন স্পোটিং কাবের ৩ দিন ব্যাপি সিকা্র-এ সাইড ক্রিকেট টুনর্ামেন্ট গত শুক্রবার শুরু হয়। উদ্বোধন করেন হোমল্যান্ড লাইফ ইন্সুর্যান্সের ই ভি পি সুলতান মাহমুদ, ইউ এ ই ওলিউর রহমান রাহুল,প্রবাসী আবুল হোসেন সালেহ আহমদ।
কানাইঘাট নবায়ন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়