Monday, January 31

কানাইঘাটে মেছো বাঘ আটক
কানাইঘাটের পল্লীতে একটি হিংস্র প্রজাতির মেছো বাঘ আটক করা হয়েছে৷ জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামে সমপ্রতি রাতে মেছো বাঘটি হানা দিলে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েন৷ পরে গ্রামবাসী কৌশলে একটি লোহার খাচায় মেছো বাঘটি কে আটক করতে সম হয়৷ পরে এলাকাবাসীর প থেকে উপজেলা বিটকর্মকর্তা জি.এম. মারুফ বিল্লাহকে খবর দিলে তিনি বনবিভাগের লোকজনকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার বেলা ২টায় বাঘটি উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসেন৷ এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, ধৃত বাঘটি সিলেট খাদিম নগর বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়