কানাইঘাটে জাতীয় বিদু্ত সপ্তাহের আনুষ্ঠনিক উদ্বোধন
বিদু্ত জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদু্ত বিভাগ কর্তৃক বিদু্ত ব্যবহারে সাশ্রয়ী হোন অন্যকে বিদু্ত ব্যবহারের সুযোগ দিন এই শ্লোগান নিয়ে ঘোষিত জাতীয় বিদু্ত সপ্তাহ ২০১০ উপল্যে সপ্তাহ ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সিলেট পলী বিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে গতকাল সকাল ১১টায় জোনাল অফিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়কগুলো প্রদণি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যলি পূর্ববতর্ী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী মতি প্রভাতী রাণী দাস,কানাইঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: সাইফুল ইসলাম, সমিতি বোর্ডের এলাকা পরিচালক মো: শফিকুল হক ও মো: নজরুল ইসলাম। উক্ত আলোচনা সভা ও র্যলিতে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। সপ্তাহ ব্যাপি কর্মসূচীর আনুষ্ঠানিক ঘোষণা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়