Sunday, November 14

কানাইঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ

কানাইঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুঠবল টুর্নামেন্টে নারাইনপুর পুরাতন বিদ্যালয় বিজয়ী
ষ্টাফ রিপোর্ট:
বিপুল উতসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কানাইঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনর্ামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। গত সোমবার কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় আয়োজিত উক্ত টুনর্ামেন্টের ফাইনাল খেলায় রাজাগন্জ ইউনিয়নের খাগড়ীকান্দি নয়ামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ - ০ গোলে পরাজিত করে । আক্রমনাত্বক খেলায় নির্ধারিত সময় খেলাটি গোল শূন্য ড্র হয় । অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আগফৌদ নারাইনপুর পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আলীর দেয়া একমাত্র গোলে জয় নিশ্চিত হয়।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়