কানাইঘাটে জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে চলছে
ষ্টাফ রিপোর্ট:
বিপুল উতসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীা (জেএসসি) চলছে। প্রথম বারের মতো এবার এই পরীা গত ৪ নভেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় ছাত্র ছাত্রী , শিক ও অভিভাবকদের মধ্যে বাড়তি উৎসাহ ল্য করা যাচ্ছে। গতকাল উপজেলার গাছবাড়ী জেএসসি কেন্দ্র পরিদর্শনকালে উক্ত কেন্দ্রের সহ সচিব জিএম একাডেমীর প্রধান শিক মিফতাহুল বর চৌধুরী জানান, প্রথম বারের মতো এবার এই পরীা কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের মোট ২২৮ জন শিাথর্ী তালিকাভুক্ত হলেও পরীায় অংশ নিচেছ মোট ২২৫ জন। এই পরীা সম্পন্ন হবে আগামী ১৪ নভেম্বর
বিপুল উতসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীা (জেএসসি) চলছে। প্রথম বারের মতো এবার এই পরীা গত ৪ নভেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় ছাত্র ছাত্রী , শিক ও অভিভাবকদের মধ্যে বাড়তি উৎসাহ ল্য করা যাচ্ছে। গতকাল উপজেলার গাছবাড়ী জেএসসি কেন্দ্র পরিদর্শনকালে উক্ত কেন্দ্রের সহ সচিব জিএম একাডেমীর প্রধান শিক মিফতাহুল বর চৌধুরী জানান, প্রথম বারের মতো এবার এই পরীা কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের মোট ২২৮ জন শিাথর্ী তালিকাভুক্ত হলেও পরীায় অংশ নিচেছ মোট ২২৫ জন। এই পরীা সম্পন্ন হবে আগামী ১৪ নভেম্বর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়