Wednesday, October 20

কানাইঘাটে প্রবাসীর বাড়ীতে গভীর রাতে

কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গোবিন্দপুর গ্রামে গত সোমবার দিবাগত রাত অনুমান ২টায় তিন দুবাই প্রবাসীর বাড়ীতে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যদশর্ী ও বাড়ীর লোকজনদের কাছ থেকে জানা যায়, সোমবার গভীর রাতে ১০/১৫জনরে স্বশস্ত্র ডাকাতদল নিজ গোবিন্দুপর গ্রামের মৃত হানিফ আলীর বাড়ীতে হানা দিয়ে দুবাই প্রবাসী ৩ পুত্রের পাকা ঘরের দু'টি করে শক্ত কাঠের দরজা চায়নিজ কুড়াল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতরা বাড়ীতে অবস্থানরত ৩ প্রবাসীর এক মাত্র ভাই গৃহকর্তা লন্ডন ফেরত হোসেন আহমদের ক েপ্রবেশ করে তার স্ত্রী ও তাকে অস্ত্রের মাধ্যমে জিম্মি করে বেধে ফেলে। এরপর বাড়ীর সবাইকে বেধে নগদ ৪০ হাজার টাকা ৯ ভরি স্বর্ণালঙ্কার ৪টি দামী মোবাইল সেটসহ প্রায় ৪ল টাকার মালামাল লুট করে। এ সময় পাকা ঘরের অপর দু'টি ক েডাকাতির চেষ্টা করলে বাড়ীর লোকজনের কান্না-কাটি ও আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ঘুম থেকে জেগে উঠেন। গ্রামবাসী ডাকাতদলকে প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে ইঞ্জিন চালিত নৌকাযোগে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান খান একদল পুলিশ ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গৃহকর্তা হোসেন আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০/১৯/১০/১০ইং। গতকাল সিলেটের এডিশনাল পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়