Wednesday, October 20

কানাইঘাটে মালিক ইঞ্জিনিয়ারের দাফন

কানাইঘাট পৌরসভাস্থ নন্দিরাই গ্রামের বিশিষ্ট মুরবি্ব, সমাজসেবী, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মালিকের মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকেল ৪টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার হাজারো শোকার্ত মানুষের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট-জকিগঞ্জ-০৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার, সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাযা শেষে নন্দিরাই গ্রামের গোরোস্থানে তাঁকে সমাহিত করা হয়। উল্লেখ্য যে, গতশুক্রবার সিলেট শহরের খাদিমপাড়াস্থ নিজস্ব বাসায় বিকেল ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃতু্যবরণ করেন। তার মৃতু্যতে এলাকার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়